নিরঙ্কারী মিশনের তরফ থেকে ২৯ তম রক্তদান শিবিরের আয়োজন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৬,মে :: নিরণকারী মিশনের তরফ থেকে ২৯ তম রক্তদান শিবিরের আয়োজন উপলক্ষে নিরঙ্কারী মিশনের ভক্তগণ ২৯ তম রক্তদান শিবিরের আয়োজন করেন। এদিন (রবিবার) মাটিগাড়া খাপরাইল রোডস্থিত নিরঙ্কারী সৎসঙ্গ ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

নিরাঙ্কারী মিশনের শিলিগুড়ি শাখার (জোন নাম্বার ৪৭) এর অন্তর্গত এন.জে.পি, বাগডোগরা, তারা বাড়ি এবং শিলিগুড়ির ভক্তবৃন্দরা একত্রিত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হসপিটাল এবং শিলিগুড়ি সদর হসপিটালের ব্লাড ব্যাংককে রক্তদানের সেবা করেন। এই শিবিরের সমাপনে গুরুর প্রসাদ অর্থাৎ লঙ্গর এবং সৎসঙ্গের আয়োজন করা হয়।

আরো জানা গেছে যে নিরঙ্কারী মিশনের ২০৭ টি শাখা দেশজুড়ে গত ২৪/৪/২০২৪ তারিখে আয়োজিত এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে প্রায় ৫০ হাজার ইউনিট রক্তদানের সেবা করেন। ১৯৮৬ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত মোট ১৩ লক্ষ ইউনিট রক্ত দান করা হয়েছে এই মিশনের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =