নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: নিরাপত্তার রক্ষীদের ধাক্কা মেরে আদালতের প্রাচীর টোপকে পালিয়ে গেল ডাকাতিতে অভিযুক্ত আসামি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নদীয়ার নবদ্বীপ ফৌজদারি দায়রা আদালত ভবনে। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কানাইগর পেপার মিল এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ।
তবে সেই ঘটনায় পলাতক ছিল মাজদিয়া পানশিলা তেতুলতলা এলাকার বাসিন্দা রাজা ধারা নামের অভিযুক্ত ওই যুবক। পরে তদন্তে নেমে পুলিশ কানাইনগর শিমুলগাছি থেকে গ্রেপ্তার করে তাঁকে। নিয়ম অনুযায়ী অভিযুক্ত ওই আসামীকে আজ নবদ্বীপ আদালতে পেশ করে পুলিশ। বিচার প্রক্রিয়ায় ধৃতের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালত লকাপে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীদের কার্যত ধাক্কা মেরে আদালতের প্রাচীর টপকে পালিয়ে যায় সে।
আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি খুবই আশংকা জনক ।পলাতক আসামীর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। নবদ্বীপ আদালতে পূর্বে এই ধরনের ঘটনা ঘটেনি, আগামী দিনে যাতে এই ধরনের অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে, তাঁর জন্য প্রশাসনের পাশাপাশি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বার কাউন্সিলের পক্ষ থেকে বলে এই দিন জানান নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ চট্টোপাধ্যায়।