সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কালিম্পং :: সোমবার ০২,সেপ্টেম্বর :: অনেকেই পাহাড়ে বেড়াতে ভালোবাসেন। যারা পাহাড়ে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য খুব দুর্দান্ত একটি ঘোরবার জায়গা কালিমপং এর ছোট্ট একটি গ্রাম। যেখানকার পরিবেশ অসাধারণ মায়াবী, যা দেখলে মুগ্ধতা নিয়ে আসবে। পাহাড় প্রেমীদের কাছে এই জায়গাটি অসাধারণ একটি জায়গা।
পুজোর সময় অনেকে বেড়াতে ভালোবাসেন, তাদের জন্য কালিমপং এর বেনদা গ্রামটি অসাধারণ একটি ঘোরার জায়গা। সারাদিন ঘোরাফেরা করবার পর কটেজে বসে মোমো খাওয়ার মজাটাই আলাদা। আর সকাল হলেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাকে। এক অপরূপ মুগ্ধতা নিয়ে আসবে এই গ্রামে গেলে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এই পাহাড়ি গ্রামে চাষবাস হয়ে থাকে। সেই দৃশ্য এক অসাধারণ দৃশ্য।
শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি গামী ট্রেনগুলিতে করে পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা গন্তব্যস্থল। দিন কয়েক অসাধারণ অনুভূতি নিয়ে কাটিয়ে দেওয়া যাবে এখানে। একদিকে যেরকম রয়েছে প্রাকৃতিক মনোরম পরিবেশ, পাশাপাশি রংবেরঙের ফুল, পাখির কলতান। সবকিছু নিয়ে দুর্দান্ত।