সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ১০,সেপ্টেম্বর :: এশিয়া কাপের শুরুটা যে নির্বিষ হতে চলেছে সেটা প্রত্যাশিতই ছিল। হলও তাই।
প্রথম ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুর্বল হংকংকে বড় ব্যবধানে হারিয়ে দিল আফগানরা। তবে জিতলেও টপ অর্ডারের ব্যর্থতা চিন্তায় রাখবে রশিদ খানদের। আর নিরুত্তাপ ম্যাচ চিন্তায় রাখবে আয়োজকদের।