নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৩১,জানুয়ারি :: নির্জলা বাসস্ট্যান্ড। পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লো কাঁকসার বিষ্ণুপুরবাসী। পঞ্চায়েত কে একাধিকবার জানানোর পরেও কোন কাজ হয়নি অভিযোগ বিজেপির। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পঞ্চায়েতের।
মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে বিকল দুটি টিউবওয়েল। মলানদিঘী গ্রাম পঞ্চায়েতকে একাধিকবার জানানো হলেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। শনিবার দুটি বিকল টিউবওয়েলের সামনেই ক্ষোভে ফেটে পড়লো এলাকাবাসী।
বিক্ষোভকারী সুধাময় ঘোষ ও দুলাল রায়ের অভিযোগ,”দুটি টিউবওয়েল রয়েছে। বছরখানেক ধরে খারাপ।আমরা একাধিকবার পঞ্চায়েতের কাছে আবেদন করেছিলাম একটি জল ট্যাঙ্কের জন্য।
ব্যবসায়ীদের থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের সমস্যার মুখে পড়তে হয়। প্রত্যেকদিন হাজার খানেক মানুষের যাতায়াত এই বাসস্ট্যান্ডে। পঞ্চায়েতের কোন হেলদোল নেই।
আমরা সেই জন্য বাধ্য হয়ে আন্দোলনের নেমেছি। দ্রুত সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।” কটাক্ষ করে বিজেপি নেতা ভগিরথ ঘোষ অভিযোগ করেন,”পঞ্চায়েতের ঘুম ভাঙে না।
সেই জন্যই এলাকার মানুষকে এক কিলোমিটার দু’ কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হচ্ছে। এটাই তো হচ্ছে বর্তমান পরিস্থিতি।” পাল্টা মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় আশ্বাস দেন দ্রুত সমস্যার সমাধান করা হবে।

