নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৩,মার্চ :: গত কয়েকমাস আগে মাইনুল শেখ এর বিরুদ্ধে লক্ষ্মীপুরের স্থানীয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুর করার এবং কাজিগ্রাম অঞ্চলের মন্টু ইসলাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসে টিকিট না পাওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নির্দল প্রার্থী হিসেবে কাজীগ্রাম অঞ্চলের চন্ডীপুর নওদা বাজার থেকে আম চিহ্নে দাঁড়ান ।
লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইংলিশ বাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের চার সদস্য এবং যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এক বিজেপি সদস্যা যোগদান করল তৃণমূল কংগ্রেসে।
রথবাড়ী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ।