নির্বাচনকে সামনে রেখে রবিবার সকালে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার সারলেন ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: আগামী ২৭ তারিখ ১০৮ টি পৌরসভায় সাথে হতে চলেছে ইংরেজবাজার পৌরসভার নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে রবিবার সকালে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার সারলেন ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরী।

তিনি জানান এই নির্বাচনে তিনি জেতার জন্য ১০০ শতাংশ আশাবাদী। কারণ বিগত পৌর নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন।

                                                                                                   বিজ্ঞাপন

এরপর আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুনরায় প্রার্থী করেছেন। তিনি জানান ভোটে জিতে তিনি এলাকার সমস্ত রকম উন্নয়ন করবেন। তাই আজ থেকে জোর কদমে তিনি প্রচার শুরু সারলেন দেওয়াল লিখনের মাধ্যমে। এইদিন ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী এলাকায় দেওয়াল লেখনের মাধ্যমে তিনি প্রচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =