কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: নির্বাচনীর কাজে বহাল থাকার সময় মালদা কলেজে অসুস্থ হয়ে পড়লেন পুরাতন মালদার জয়েন্ট বিডিও।বুধবার মালদার ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভার ভোট গণনা রয়েছে। দুটি পুরসভার সমস্ত ইভিএম মেশিন বর্তমানে মালদা কলেজে রাখা হয়েছে। সেখানেই অনুষ্ঠিত হবে ভোট গণনা। গণনার আগে সোমবার জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতির কাজ চলছিল।
ভোট গণনা কেন্দ্রে স্কুটনির দায়িত্বে রয়েছেন পুরাতন মালদার জয়েন্ট ভিডিও রানাদিত্য বিশ্বাস। এদিন সকালে তিনি গণনার প্রস্তুতির কাজে যোগদান করেন। কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত অন্যান্য সরকারি কর্মী আধিকারিকরা দ্রুত তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে অসুস্থ জয়েন ভিডিও কে দেখতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান সদর মহকুমা শাসক সুরেশ ।