নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি চান প্রধান শিক্ষক সংগঠন

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৬,জুলাই :: পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যে যখন শাসক বিরোধীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে, অন্যদিকে তখন ভোটের দিন বাড়তি নিরাপত্তা চেয়ে উদ্বেগ প্রকাশ করছেন ভোট কর্মীরা। ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ এই নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়েছে।

এবার কমিশনকে পঞ্চায়েত ভোট নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখল রাজ্যের প্রধান শিক্ষক সংগঠন। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের অব্যাহতি দেওয়া হোক। এই নিয়ে কমিশনের কাছে আবেদন জানাল ওই সংগঠন।

তাদের বক্তব্য, বিগত বেশ কয়েকটি নির্বাচনে প্রধান শিক্ষকদের নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার কারণ, প্রধান শিক্ষককে বিদ্যালয়ের একাধিক কাজকর্ম নিজেই দেখতে হয়। তিনি প্রিসাইডিং অফিসার হিসাবে ভোটের দায়িত্ব পালন করলে বিদ্যালয়ের প্রশাসনিক ও পঠনপাঠনগত কাজ ব্যাহত হতে পারে।

এই মুহূর্তে স্কুলগুলিতে একাদশ শ্রেণীতে ভর্তি, নতুন ক্লাস শুরু ও পাঠ্য বই বিতরণ সহ একাধিক কাজে তদারকির জন্য প্রধান শিক্ষককে যুক্ত থাকতে হচ্ছে। তাই রাজ্য নির্বাচন কমিশনের কাছে সংগঠনটি প্রধান শিক্ষক-শিক্ষিকাদের ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছে।

শুধু রাজ্য নির্বাচন কমিশন এই নয় তার পাশাপাশি জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিক ও জেলাশাসকের কাছেও এই মর্মে চিঠি দিয়েছে ওই প্রধান শিক্ষক সংগঠন। তবে এখনও পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন কমিশন কিংবা জেলা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − two =