নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলুড় :: রবিবার ৭,এপ্রিল :: আজ নির্বাচনী প্রচার শুরু করলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আই এস এফের মনোনীত প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম।
উল্লেখ্য গত ৪ই এপ্রিল সন্ধ্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের জন্য আই এস এফের মনোনীত প্রার্থী হিসেবে অধ্যাপক মফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। শনিবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বহিরা অঞ্চলের দামোদরপুরে দলীয় কার্যালয়ে বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন।

নতুন দল হিসেবে আই এস এফ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন বলে জানান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী। এদিনের প্রচারে উপস্থিত ছিলেন আই এস এফের জেলার নেতা ডা: আফতাব আলম, নাসিরউদ্দিন মীর, আনোয়ার মল্লিক,সেখ নিজাম আলী প্রমুখ ।