নির্বাচনের অজুহাত দিয়ে বিগত চার মাসেও মেরামত হয়নি বিকল টিউবয়েলের। প্রতিবাদে রাস্তায় কলসী ফেলে রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বৃহস্পতিবার ১৪,সেপ্টেম্বর :: পানীয় জলের হাহাকার ! নির্বাচনের অজুহাত দিয়ে বিগত চার মাসেও মেরামত হয়নি বিকল টিউবয়েলের। প্রতিবাদে রাস্তায় কলসী ফেলে রাজ্যসড়ক অবরোধ বাসিন্দাদের।

বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের তিলন এলাকায়। প্রায় কয়েক ঘণ্টা এমন রাজ্য সড়ক অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন পথ চলতি সাধারণ মানুষেরা। ঘটনার খবর পেয়ে তপন থানার বিরাট পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে স্বাভাবিক করতে পারেনি পরিস্থিতি।

যদিও পরে জয়েন্ট বিডিওর আশ্বাসে ওঠে পথ অবরোধ। স্বাভাবিক হয় যান চলাচল। জানা যায় তপন ব্লকের তিলন হাইস্কুল পাড়া এলাকায় বিগত চারমাস ধরে শুরু হয়েছে তীব্র পানীয় জলের সঙ্কট। এলাকায় বেশ কয়েকটি মার্ক টু টিউবওয়েল থাকলেও দীর্ঘদিন ধরে তা অকেজো হয়ে পড়ে রয়েছে।

যা নিয়ে পঞ্চায়েত থেকে বিডিও অফিস কাউকেই জানিয়েও কোন সুরাহা পাননি এলাকার আদিবাসী মানুষজনেরা। বাধ্য হয়ে অনেকে পুকুরের জলকেই ব্যবহার করছেন পানীয় জল হিসাবে বলে অভিযোগ। আর এরই প্রতিবাদে এদিন সকাল থেকে রাস্তায় নামে এলাকার ক্ষুব্ধ আদিবাসী মানুষজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =