সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শুক্রবার ৩০,জুন :: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে বড়সড়ো ভাঙ্গন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ৬০টি পরিবার। সামনেই ত্রিস্তরি ও পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে গ্রাম দখলের লড়াই।
শাসক থেকে বিরোধী সকল দলের কর্মী সমর্থকরা কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক ভোট ময়দানে। একবিন্দু মাটি শাসকদের হাতে তুলে দিতে চায়না বিরোধীরা। দাঁতে দাঁত চেপে ভোট ময়দানে লড়াই করার হুংকার দিয়েছে বিরোধীদলের কর্মী সমর্থকেরা। এবার গেরুয়া শিবিরের বড়সড়ো ভাঙ্গন দেখা দিল কাকদ্বীপে।
প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার হাত ধরে বিজেপি ছেড়ে কার্যত তৃণমূলে যোগদান করল ৬০টি পরিবার। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত মাইতি চক গৌরব ভিলাতে একটি তৃণমূলের কর্মী সভাতে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা ।