নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বৃহস্পতিবার ১১,এপ্রিল :: প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকেই ভাবছেন না। না তৃণমূল না সিপিআইএম। নিজের প্রতিদ্বন্দ্বী কোনও প্রার্থী কিংবা দল কাউকেই ব্যক্তি আক্রমণ করছে না কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। তার লড়াই দুর্নীতির বিরুদ্ধে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ফোন করে ১০০ টি কাজের রূপরেখা তৈরি করতে বলেছেন আর তাই জেতার পর তার প্রথম কাজ পলাশীতে বন্ধ সুগার মিল খোলা এবং কৃষ্ণনগর করিমপুর রেলপথ স্থাপন। এদিন কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের নৃসিংহ পল্লীতে পুজো দিয়ে প্রচার শুরুর প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্য তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়।
তিনি এও বলেন আমি কোন প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করছি না নির্বাচনে লড়াই করার পলিসি অন্যান্যদের থেকে একেবারেই আলাদা। আর তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এবারে তার নির্বাচনে প্রবেশ। বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সাফ কথা, দুর্নীতিকে দূরে সরিয়ে সাধারণ মানুষের সেবা করতে চান।