নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৮,জানুয়ারি :: নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিশেষভাবে সক্ষম ও গুরুতর অসুস্থ্য মৃগী রোগী এক ব্যক্তিকে ডেকে পাঠানো হলো বর্ধমান নিউ কালেক্টর বিল্ডিংয়ে এসআইআর শুনানী কেন্দ্রে।
ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরে। অমানবিকতার এই দৃশ্যের সাক্ষী রইল শহর বর্ধমানের এসআইআর কেন্দ্র। জানা গেছে, অসুস্থ ওই ব্যক্তির নাম অশোক শর্মা (আনুমানিক বয়স ৩৫ বছর)। তিনি মৃগী রোগে আক্রান্ত। বাড়ি বর্ধমান শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বের মোড় এলাকায়।
অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও—যেখানে স্পষ্ট বলা হয়েছে অসুস্থ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে এসআইআর সংক্রান্ত কাজ সম্পন্ন করতে হবে—তাঁকে সরাসরি এসআইআর কেন্দ্রে হাজির হতে বলা হয়।
এসআইআর কেন্দ্রে পৌঁছনোর পরই আচমকা অসুস্থ হয়ে পড়েন অশোক শর্মা। কেন্দ্রের মেঝেতেই লুটিয়ে পড়ে ছটফট করতে থাকেন তিনি। মুহূর্তে আতঙ্ক ছড়ায় গোটা কেন্দ্রে। অভিযোগ উঠছে, প্রাথমিক পর্যায়ে কোনও রকম চিকিৎসা সহায়তা বা মানবিক তৎপরতা দেখা যায়নি।
সংবাদমাধ্যম ঘটনাস্থলে পৌঁছনোর পর পরিস্থিতি বদলায়। তড়িঘড়ি অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ততক্ষণে প্রশ্ন উঠতে শুরু করেছে—কার গাফিলতিতে একজন গুরুতর অসুস্থ মৃগী রোগীকে এসআইআর কেন্দ্রে ডেকে পাঠানো হলো?
ঘটনা প্রসঙ্গে সহকারী জেলাশাসক অমিয় দাস জানান, “এইরকম হওয়ার কথা নয়। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী অসুস্থদের ক্ষেত্রে বাড়িতে গিয়েই কাজ করার কথা। যদি কোথাও তার ব্যত্যয় হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে “। একই সঙ্গে কার্যত তিনি যোগাযোগের ঘাটতির কথাও স্বীকার করে নেন।

