নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: নির্বাচন কমিশনের স্টাইলে নির্বাচন অনুষ্ঠিত হলো মালদা বার অ্যাসোসিয়েশনের। শুক্রবার সকাল ১১ টা থেকে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৪ জন।
ভোটার সংখ্যা প্রায় ১২০০। নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে রিটার্নিং অফিসার ছিলেন আইনজীবী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও পোলিং অফিসার সহ বিভিন্ন পদাধিকারী দের উপস্থিতিতে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া।
কৃষ্ণেন্দু বাবু বলেন, তিন বছর পর পর মালদা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের আদলে ভোটগ্রহণ প্রক্রিয়া চলে। ৩৪ জন প্রার্থী এবং ভোটার রয়েছে প্রায় ১২০০ জন।
জয়ী প্রার্থীদের নিয়ে সভাপতি, সম্পাদক সহ অন্যান্য পদাধিকারী দের বাছাই করা হবে।