নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বুদ্বুদ :: রবিবার ৭,ডিসেম্বর :: তৃণমূলের লড়াই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে, বিজেপি এবং তার বি-টিম নির্বাচন কমিশন যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। তারা যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। দলের কর্মীদের সচেতন করা হচ্ছে।
দলের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মত রাস্তায় নেমেছে। দলের কর্মীরা এলাকার সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে।
যারা এস আই আর এর ফরম ফিলাপ করতে পারছেনা তাদের ফর্ম ফিলাপ করতে সাহায্য করছে। তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের পাশে আছে সেই বার্তাই দেওয়া হচ্ছে।
তাদের মূলত লড়াই বিজেপির বিরুদ্ধে। বাংলায় বিজেপি এবং নির্বাচন কমিশন এক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন যে আগামী দিনে ১০ লক্ষ মানুষকে নিয়ে দিল্লিতে আন্দোলন করা হবে। এবং বিজেপিকে বুঝিয়ে দেওয়া হবে যে স্বাধীনতা আন্দোলনে বাংলার মানুষ প্রথম লড়াই করেছিল।
ইংরেজদের দেশ ছাড়া করেছিল বাংলার মানুষ। এবার এই এস আই আর নিয়েই বিজেপিকে তাড়াবে বাংলার মানুষ। বুদবুদে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বুদবুদে তৃণমূলের দলীয় কার্যালয়ে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
এদিন তৃণমূল কার্যালয়ে বিধায়ক ওয়্যার রুম পরিদর্শন করেন তিনি। সাথে ছিলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলার জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই সহ অন্যান্যরা।
এদিন দলীয় কর্মীদের সাথে সাক্ষাৎ করার পর সংবাদ মাধ্যমের কাছে এসআইআর নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

