নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১৮,জুলাই :: ভুয়ো বাবা সেজে বাংলাদেশি জামাই এবং নাতিকে ভারতের স্থায়ী বাসিন্দা করার চেষ্টা। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ২ নম্বর ব্লকের উদ্ধারণপুর গ্রামের মিশ্রপাড়ায়।
জানা গেছে, এই গ্রামের বাসিন্দা কালাচাঁদ মণ্ডল । পেশায় চাষি কালাচাঁদ মণ্ডল। বাংলাদেশের শরিয়তপুরের বাসিন্দা তার জামাই দুলাল মণ্ডল এবং নাতি দুর্জয় মণ্ডলের ভোটার কার্ড, আধার কার্ড-সহ রেশন কার্ডে কালাচাঁদ মণ্ডলকে বাবা হিসেবে দেখানো হয়েছে।
কালাচাঁদ মণ্ডল হল দুলালের শ্বশুর এবং দুর্জয়ের দাদু। জামাই ও নাতিকে ভারতের স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে কখনও নাতির বাবা সেজে আবার কখনও জামাইয়ের বাবা সেজেছে। বাংলাদেশের বাসিন্দা কালাচাঁদ মণ্ডলের এক ছেলে। কিন্তু ভোটার তালিকায় আরও দুজন ছেলের নাম দেখেই সন্দেহ হয়। তারপরই বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়।