নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আজ মাধ্যমিক পরীক্ষা শেষ হল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আজ মাধ্যমিক পরীক্ষা শেষ হল। আজ ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন পশ্চিম বর্ধমান জেলায় সব জায়গায় ব্যবস্থাপনা ভালো,

সেখানে দশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে যেগুলো আমরা আগে থেকে প্রস্তুত করেছি আমাদের টিচাররা জেলা প্রশাসন রাজ্য প্রশাসন শিক্ষা দপ্তর মাননীয় মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের কাজের পরামর্শ দিয়েছে যেভাবে কাজে আমাদের উৎসাহ দিয়েছে এগুলোই আমাদেরকে তৈরি করেছে।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে আমার যে করণীয় সিস্টেমটা যতটা উৎকর্ষ্যে নিয়ে যাওয়া যায় সেটাই তৈরি করা এবং প্রতিবছরের ন্যায় স্কুল ভিজিট গুলো আমার কাছে ইমপোর্টেন্ট থাকে এখান থেকে ইমপ্রুভমেন্ট এর জায়গা তৈরি হয়। এটা থেকেই আমরা পরবর্তীকালে বিভিন্ন পদক্ষেপ নিতে পারি যার ভিত্তিতে পরীক্ষা ভালো হওয়ার সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =