নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: শনিবার ১৭,জানুয়ারি :: নির্বিঘ্নে শেষ হলেও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ৮২ তম হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা, দূর দূরান্ত থেকে বহু মানুষ এদিন দোয়া এবং প্রার্থনা করতে আসেন এই হুজুর সাহেবের দরবারে।
আজ দ্বিতীয় দিনে অর্থাৎ শেষ দিনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মেলা প্রাঙ্গনে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে এই হুজুর সাহেবের মেলায় অংশগ্রহণ করেন যা বলা চলে এক মিলনমেলায় পরিণত হয়।
প্রতিবছর ফাগুন মাসে অনুষ্ঠিত হলেও এ বছর পবিত্র রমজান মাস থাকার কারণে একমাস এগিয়ে আনা হয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাইরের রাজ্য অর্থাৎ আসাম বিহার থেকেও বহু পুনার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে, সকলেই হুজুর সাহেবের দরবারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া প্রার্থনা করেন।
এদিন হুজুরের মেলার পরিশেষে বিশ্ববাসীর শান্তির কামনায় আসাম ও বাংলার গদ্দিনশীন পীর শাহ সুফী সৈয়দ খন্দকার নুরুল হক রুমি হুজুর আখেরি মোনাজাত করান।

