নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: নির্মমভাবে ছাত্রকে মারধর করা ভাইরাল, গৃহশিক্ষককে আটক করে পুলিশ।এই মারধর করা ভিডিও ভাইরাল হওয়ার পরে ওই ছাত্রের পরিবারের লোকজন ও স্থানীয়রা অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয়।
পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।ঘটনাটি অন্ডাল থানার জামবাদ এলাকার। জানা গিয়েছে অভিযুক্ত গৃহ শিক্ষক জামুড়িয়া থানার পড়াশিয়া গ্রামের নিরোজ বার্ণোয়াল। জানা গিয়েছে গৃহশিক্ষক নিরোজ বার্ণোয়াল অন্ডাল থানার জামবাদে এক ছাত্রের বাড়িতে টিউশন পড়ানোর সময় এক খুদে পড়ুয়াকে নির্মম ভাবে মারধর করছিল।
সেই সময় ওই বাড়ির কোনো এক সদস্য সেই মারধরের ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।মুহূর্তের মধ্যে সেই মারধরের ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।গৃহশিক্ষক বিষয়টা বুঝতে পরে এলাকা ছেড়ে পালিয়ে যায়।সেই ভিডিও দেখে পড়ুয়ার বাডির লোকজন ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওই গৃহ শিক্ষকের বাড়িতে চড়াও হয়।
এই খবর পেয়ে জামুড়িয়া থানার কেন্দা ফাড়ির পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্ত গৃহ শিক্ষকের বাড়িতে যায়। পুলিশ ক্ষিপ্ত লোকজনেদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযুক্ত গৃহ শিক্ষকে হরিপুর এলাকা থেকে আটক করেছে বলে জানা গিয়েছে।

