নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ২৮,মে :: গ্রামে জলসংকট মেটাতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরী হয়েছিল প্রায় সাত ফুট উচ্চতার ওভারহেড ট্যাঙ্ক। নির্মাণ কাজ শেষের পর এক হাজার লিটার সিন্থেটিক ট্যাঙ্কে জল ভর্তির করার পরেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো সেই ট্যাঙ্ক।
বাঁকুড়ার ওন্দার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের চুড়ামনিপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ‘নিম্ন মানের নির্মাণ সামগ্রী’ ব্যবহারের কারণেই এই দূর্ঘটনা বলে এলাকাবাসীর একাংশের দাবি।