নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়ার নেতাজি সুভাষ রোডের সুরকিকল এলাকায় মঙ্গলবার সকালে পাখা সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিরজু প্রসাদ নামের ওই ব্যক্তি স্থানীয় একটি নির্মীয়মান বহুতলের নিরাপত্তারক্ষীর কাজ করতেন। হাওড়ার শিবপুর থানা এলাকার নেতাজী সুভাষ রোডে সুরকিকলের কাছে এদিন ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রের খবর দীর্ঘ তিন বছর ধরে এলাকার একটি নির্মীয়মান বহুতলে তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সোমবার রাতে পাখা খারাপ হয়ে যাওয়ায় এদিন তিনি নিজেই পাখা ঠিক করছিলেন। সেইসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি জখম হন। স্থানীয় বাসিন্দারা
ওই ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম বিরজু প্রসাদ। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।