নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ১৫,অক্টোবর :: অভিযোগ রাত্রি সাড়ে আটটা নটা র সময় নিমাই গড়াই বয়স ৫০ বছর জে সি বোস পুকুরপাড় বস্তির, বি জোন এর বাসিন্দা। মদ্যপ অবস্থায় স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ওই ব্যক্তিরই নয় বছরের শিশু কন্যার সাথে অসামাজিক কার্যকলাপ করতে গেলে মেয়েটির মায়ের হাতে ধরা পড়ে।তৎক্ষণাৎ নির্যাতিতার বাড়ির লোক বি জোন থানায় খবর দেন। ঘটনাস্থলে আসে পুলিশ এবং অভিযুক্ত নিমাই গড়াই কে গ্রেফতার করেন। অভিযুক্ত দুর্গাপুরের দয়ানন্দর এভিনিউ এর কাছে একটি ছোট্ট হোটেলে রাধুনীর কাজ করেন। বি জোন জে সি বোস পুকুরপাড় বস্তিতে অভিযুক্ত তার এক ছেলে ও মেয়ের সাথে থাকতেন।