নিজস্ব সংবাদদাতা : : সংবাদ প্রবাহ :: কৃষ্ণগঞ্জ :: ২১শে,এপ্রিল :: নির্যাতিতা ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাড়িতে পৌঁছে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা ছাড়াও সর্বত্রভাবে ছাত্রীটির পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। প্রসঙ্গত উল্লেখ্য,ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকায়।
১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠে নির্যাতিতা নাবালিকার প্রতিবেশী ৫৫ বছর বয়সী ১ ব্যক্তির বিরুদ্ধে। গত সোমবার ছাত্রীটির বাড়ি সংলগ্ন একটি বাগানে তাঁর ওপর শারীরিক অত্যাচার চালানোর সময় ঘটনাটি দেখে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি জানাজানি হতেই তীব্র চাঞ্চলের সৃষ্টি হয় এলাকা জুড়ে।
ওই ব্যক্তি সহ তাঁর এক আত্মীয় এলাকায় শাসক দল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। এলাকার দাপুটে ব্যক্তি হিসেবে পরিচিত এর বিরুদ্ধে প্রাথমিকভাবে কেউ মুখ না খুললেও পরবর্তী সময়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এলাকাবাসীদের মধ্যে। মঙ্গলবার নির্যাতিতা ছাত্রীটির মা কৃষ্ণগঞ্জ থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
যদিও ঘটনার পর থেকে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত ওই ব্যক্তি। এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের খুঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবীন মুখার্জি।
তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার নির্যাতিতা ছাত্রীর বাড়িতে পৌঁছে ছাত্রীর সাথে কথা বলেন বিধায়ক আশীষ কুমার বিশ্বাস। এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা ছাড়াও সর্বত্রভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।