নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: সোমবার ২১,জুলাই :: মাথাভাঙ্গা দুই নং ব্লকের নিশিগঞ্জ মধুসূদন হোড় মহাবিদ্যালয়কে সরকারি পোষিত কলেজের দাবীতে,আজ নিশিগঞ্জ বাজারে গণ সাক্ষর অভিযান চালাল নিশিগঞ্জ কলেজ রক্ষা কমিটি।
কলেজ রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক আসিফ আলম জানান নিশিগঞ্জ কলেজটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ১৪ টি বছর ধরে সেল্ফ ফিন্যান্স মডেলে পঠন পাঠন চলছে। কিন্তু সেল্ফ ফিন্যান্স মডেল কলেজ চালাতে গিয়ে প্রায় তিন বছর ধরে শিক্ষা কর্মীরা তাদের বেতন পাচ্ছেন না।এই অবস্থায় তারা সিদ্ধান্ত নিয়ে কলেজ গেটে তালা ঝুলিয়ে চাবি জমা দেয় পরিচালন কমিটির সভাপতির হাতে। পরিচালন কমিটির সভাপতি প্রদীপ রঞ্জন রায়ের বক্তব্য হলো দীর্ঘদিন ধরে কলেজটি সরকার পোষিত কলেজের দাবীতে বিভিন্ন দপ্তরে আবেদন পত্র জমা করা হয় কিন্তু কোনও সদুত্তর পাইনি।
তাই শিক্ষা কর্মীরা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। কলেজের বিভিন্ন সেমিস্টারের ছাত্র ছাত্রীরা তাঁরা কোথায় তাদের পরীক্ষা দেবে এর সদুত্তর না পেয়ে কয়েকদিন আগে তিন ঘণ্টার অধিক সময় জাতীয় সড়ক অবরোধ করে রাখেন।
ঠিক সেই দিনই সমাজের সকল স্তরের মানুষদের নিয়ে নিশিগঞ্জ নিশিমোয়ী হাইস্কুলের হলঘরে এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়, এবং সেখান থেকেই নিশিগঞ্জ কলেজ রক্ষা কমিটি নামে একটি কমিটি তৈরী করা হয়।
এই সংগঠনের তরফ থেকে ইতিমধ্যেই ডিএম ডেপুটেশন থেকে শুরু করে বিভিন্ন সরকারি মহলে তাঁরা যোগাযোগ করছেন কলেজ টিকে সরকার পোষিত করার জন্য।