নিশিগঞ্জ মধূসূদন হোড় মহাবিদ্যালয় পুনরায় চালুর দাবিতে মাথাভাঙা কোচবিহার রাজ্যসড়ক অবরোধ করলো ছাত্রছাত্রীরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বুধবার ১৬,জুলাই :: মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জ মধূসূদন হোড় মহাবিদ্যালয় পুনরায় চালুর দাবিতে মাথাভাঙা কোচবিহার রাজ্যসড়ক অবরোধ করলো ছাত্রছাত্রীরা। এদিন নিশিগঞ্জে এই অবরোধের জেরে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারন মানুষ।

ছাত্রছাত্রীরা জানান, সামনে পরীক্ষা কলেজ বন্ধ, অদৌ তারা পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছেন। প্রসঙ্গত, সেলফ ফিনান্স কলেজ হিসেবে এতদিন ধরে চলছে মধূসূদন হোড় মহাবিদ্যালয়। রাজ্য সরকারের কাছে বার বার আবেদন করার পরও কলেজের অনুমোদন মেলেনি।

ছাত্রভর্তিতে সমস্যা দেখা দেওয়ায় কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা কলেজে না আসার কথা জানিয়েছে কর্তৃপক্ষকে। কলেজের গেটেও তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কলেজ পুনরায় চালুর দাবিতে তাই এদিনের পথ অবরোধ। ছাত্রছাত্রীদের দাবি কলেজ চালুর প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাদের অবরোধ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =