নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: সোমবার ৪,আগস্ট :: মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় আর্থিক প্রতারণার স্বীকার হলেন এক ব্যাবসায়ী।এই ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
প্রতারিত ব্যাবসায়ী রামকৃষ্ণ মালাকার জানান কোচবিহার কোতয়ালি থানার আইসি-র নাম ব্যাবহার করে ফেসবুকের ভুয়ো অ্যাকাউন্ট খুলে মেসেজ পাঠানো হয়।
তাকে একটি স্ক্যানার পাঠিয়ে ২০ হাজার টাকা পাঠানোর কথা বলা হয়। পরে ওই ব্যাবসায়ী ২ হাজার টাকা পাঠিয়ে আরও কিছু টাকা পরে পাঠাবেন বলে জানান।
গোটা বিষয় জানিয়ে এদিন প্রতারিত ওই ব্যাবসায়ী রামকৃষ্ণ মালাকার লিখিতভাবে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ।