নিশীথের খাস তালুক ভেটাগুড়ি দুই নং গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ৮,জুন :: কোচবিহার লোকসভা আসন তৃণমূলের দখলে যেতেই নিশীথের খাস তালুক ভেটাগুড়ি দুই নং গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। উপ প্রধান সহ ৯ জন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূল কংগ্রেসে।

কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সিতাইয়ের বাসভবনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ওই পঞ্চায়েত সদস্যরা। এদিন সেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ ছাড়াও ভেটাগুড়ি ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল রায় সরকার সহ আরো অন্যান্যরা।

তৃণমূলে যোগ দেওয়া ওই পঞ্চায়েত সদস্যদের বক্তব্য, মানুষ যেদিকে থাকবে তারাও সেদিকেই থাকবেন। রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। আগামী দিনে নবনির্বাচিত সাংসদদের হাত ধরে ভেটাগুড়ি ২ নং অঞ্চলেও উন্নয়নমূলক কাজ হবে বলে তারা জানান।

কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, এরা আগে তৃণমূলের সাথেই ছিল বিজেপি তাদের ভয়-ভীতি দেখিয়ে যোগদান করায় বিজেপিতে। এখন নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে এসেছে বেশ ভালো লাগছে। আগামী দিনে ভেটাগুরি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় নানা উন্নয়নমূলক কাজকর্ম হবে এবং প্রশাসনিক কাজকর্ম সঠিকভাবে চলবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =