নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ৫,আগস্ট :: নিষিদ্ধ মাদক পাচারে অভিযুক্ত কোন রাজনৈতিক দলের কর্মী? অভিযুক্ত পুলিশের হাতে গ্রেপ্তার হতেই এখন দায় ঝেড়ে ফেলে একে অপরকে দুষছে তৃণমূল ও বিজেপি।
অভিযোগ নিষিদ্ধ মাদক হেরোইন ও ইয়াবা পাচার করতে করার সময় গোপন সূত্রের ভিত্তিতে বক্সিরহাট থানার পুলিশ দুই ব্যক্তি কে গ্রেফতার করে ।দুই অভিযুক্তর মধ্যে অন্যতম অভিযুক্ত বক্সিরহাট থানার অন্তর্গত মদনমোহন পাড়ার বাসিন্দা সুবীর দত্ত আর একজন আলিপুরদুয়ার জেলা বাসিন্দা মুন্না ঘোষ ৷ দুই অভিযুক্তের মধ্যে সুবীর দত্ত রাজনৈতিক দলের কর্মী বলে জানা গেছে৷
এক দিকে তৃনমূল কংগ্রেস পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করে সুবীর দত্ত বিজেপি কর্মী বলে দাবি করছে। তৃণমূল কংগ্রেসের সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার ফেসবুকে পোস্ট করেছেন । যদিও বিজেপির দাবি ওই ব্যক্তি ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।