কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৫,জানুয়ারি :: এবার নিষিদ্ধ মাদক সহ দুই যুবক ধরা পড়ল মালদার রতুয়া থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম ঈশ্বর মন্ডল, বয়স ২৮ বছর এবং অপরজনের নাম প্রণব মন্ডল, বয়স ২৪ বছর। দুজনেই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা।
শনিবার রাতে তারা একটি মোটর বাইক নিয়ে রতুয়া পেট্রল পাম্প এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় রতুয়া থানার পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ৩০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা মাদক পাচারকারীরা। তবে তারা এদিন কার কাছে মাদক পাচার করতে এসেছিল সেই ব্যাপারে কিছু জানা যায়নি। তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।