নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: শনিবার ২৬,জুলাই :: নিহত তৃণমূল নেতা বাইতুল্লা শেখের পরিবারের সঙ্গে দেখা করতে বিসিয়া গ্রামে পৌঁছালেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। স্থানীয় সূত্রে জানা গেছে, বীরভূমের মল্লারপুর থানার বিসিয়া গ্রামে ফের রাজনৈতিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নিহত বাইতুল্লা শেখ ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য। তাঁর স্ত্রী সাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পদে আছেন।জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাইতুল্লা শেখ গ্রামের তিনমাথা মোড়ে চা খাচ্ছিলেন ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোঁড়ে।
বোমার আঘাতে তিনি গুরুতর জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে আটক করেছে। আজ সভাধিপতি কাজল শেখ নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও পাশে থাকার আশ্বাস দেন।