কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৯,নভেম্বর :: বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু তিন পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রশাসন ও মন্ত্রী।পরিবারগুলো কে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিলেন তাঁরা।
আজ শনিবার সাত সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কে কাবুয়া রোড এলাকায় কালী মন্দিরে সামনে পিকআপ ভ্যানের বেপরোয়া গতির ধাক্কায় মৃত্যু হয়েছে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রামের বাসিন্দা দিলীপ সাহা( ৪৯),চিকিৎসক সুরেশ খৈতান( ৬০) ও ফেকন লাল রামের (৬৫)।
তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। অপরদিকে গাড়ি চালক মহম্মদ হেলাল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
খবর পেয়ে শোকার্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে ছুটে আসে চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডল ও রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।