নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তি :: সোমবার ৩,জুলাই :: বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লার পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল রাজ্যপাল নিহত নেতার মেয়ে মানোয়ারা পিয়াদার সঙ্গে ফোনে কথা বলেছিলেন।
পরিবারের কি কি সাহায্য দরকার তিনি জানতে চেয়েছিলেন। এর আগে মানোয়ারা রাজ্য পুলিশের প্রতি অনাস্থা জানিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। পাশাপাশি রাজ্যপালের উপর ভরসা রেখেছিলেন। তারপরেই রাজ্যপাল ফোনে যোগাযোগ করেন ওই পরিবারের সদস্যদের সঙ্গে। মানোয়ারা বাসন্তী পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী।
তাঁর বাবা জিয়ারুলকে দীর্ঘদিন ধরে ফোনে হুমকি দেয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন। পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এমন কি খুনের পর তৃণমূলের অপর গোষ্ঠীর নাম করায় তাঁকেও ফোনে হুমকি দেয়া হচ্ছে বলে মনোয়ারার অভিযোগ।
উল্লেখ শনিবার রাত সাড়ে নটা নাগাদ একদল দুষ্কৃতী মোটরবাইকে এসে জিয়ারুলকে ঘিরে ধরে এলোপাতাড়ি গুলি চালায়। গুলি লাগে তাঁর পেটে ও মাথায়। আশঙ্কাজনক অবস্থায় তা্কে ক্যানিং হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কিছুক্ষণ আগেই বাসন্তীর নিহত তৃণমূল কর্মীর বাড়িতে এলেন রাজ্যপাল বাড়ির পরিবারের সদস্যের সাথে কথা বলছেন তিনি। কিন্তু বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার আগেই ফিরলেন রাজ্যপাল। বাসন্তীতে খুন যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। বাড়িতে আসার পথে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যপাল।
বাড়িতে আসার সময় কিছু দূর থেকেই ফিরলেন রাজ্যপাল। ‘রাজ্যপাল বাড়িতেই আসছিলেন, প্রশাসন বিভ্রান্ত করে রাজ্যপালকে ফিরিয়েছেন’, অভিযোগ মৃতের মেয়ের।