নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাটনা :: শুক্রবার ২৪,অক্টোবর :: বিহার রাজনীতিতে ফের নতুন সমীকরণ। ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৌশলে সামনে আনা হচ্ছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। বিজেপি সূত্রের দাবি, বিহারে উন্নয়ন ও স্থিতিশীলতার বার্তা দিতে নীতীশকে ‘মুখ’ হিসেবে প্রজেক্ট করেই এবার মাঠে নামবে এনডিএ।
রাজনৈতিক মহলের মতে, মোদির এই সিদ্ধান্তে এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হবে। একদিকে বিজেপির সঙ্গে জেডিইউ–এর পুরনো জোটকে শক্ত করা যাবে, অন্যদিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র ভেতরে বিভাজন বাড়বে।
বিজেপির এক নেতা জানিয়েছেন, “নীতীশবাবু রাজ্যের মুখ, কিন্তু নেতৃত্ব থাকবে কেন্দ্রের হাতে। মোদিজিই আসল প্রচারের মুখ।”
অন্যদিকে, আরজেডি শিবিরের দাবি, “বিজেপি নিজের মুখ না পেয়ে নীতীশের কাঁধে ভর দিচ্ছে। এটা জনগণ বুঝে ফেলেছে।” বিশ্লেষকদের মতে, মোদির এই নতুন চাল বিহারে ভোট সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। ২০২৫এর নির্বাচনে নীতীশ-মোদির জুটি ফের কতটা সফল হয়, এখন তাকিয়ে সেই দিকেই রাজ্যবাসী।

