নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: মঙ্গলবার ১৩,ফেব্রুয়ারি :: দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে বনগাঁর নীলগঞ্জের ইতিহাস এখনো স্বর্ণ অক্ষরে লেখা। নীল চাষীদের নীল চাষ থেকে শুরু করে ইংরেজদের অত্যাচারের সেই ইতিহাসের ভগ্নাশেষ এই নীলগঞ্জের কোনায় কোনায়। আর সেই নীলগঞ্জেই এবার সাধারণ মানুষের জন্য ট্যুরিজমের ব্যবস্থা করল রাজ্য সরকার।
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই নীল চাষের ইতিহাস দেখতে প্রায়শই ভিড় জমান। কিন্তু থাকা ও ঘোরার জন্য সমস্যায় পড়তে হয় এখানে ঘুরতে আসা মানুষদের। সেই কথা মাথায় রেখে ইকো ট্যুরিজম পার্কের ব্যবস্থা করল বনগাঁ পঞ্চায়েত সমিত।এই প্রকল্পের শিল্যানাস করলেন বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস।
বিশ্বজিৎ বাবু বলেন বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে ১ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করা হয়েছে। আগামীতে আড়াই থেকে তিন কোটি টাকা অর্থ ব্যয় করে কাজটি সম্পন্ন করা হবে বলে জানান।