নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকতা :: শুক্রবার ২৪,নভেম্বর :: এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের পেটানোর অভিযোগ। এনআরএস এ নতুন নির্মীয়মান বিল্ডিং-এর শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ। জুনিয়র চিকিৎসকরা ওই বিল্ডিং-এ অশালীন কাজ করছিল বলে দাবি শ্রমিকদের। তারপরই জুনিয়র চিকিৎসকদের ঘিরে ধরে মারধরের অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে। এন আর এস হাসপাতালে এখন এন্টালি থানার আধিকারিকরা গিয়েছেন।

অভিযোগকারী সহ তার আরো দুই সহকর্মীকে শারীরিকভাবে হেনস্থা ও গালিগালাজ করেন এনআরএস মেডিকেল কলেজে হাসপাতালের নতুন নির্মীয়মান বিল্ডিং-এর সামনে। এফআইআর-এ যাদের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগকারী তরফ থেকে তাদের মধ্যে এই অভিজিৎ ঘোষ, প্রসেনজিৎ ঘোষ এবং পূর্ণেন্দু বিশ্বাস নামের ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। আজ এই অভিযুক্তদের শিয়ালদা আদালতে পেশ করা হবে দুপুরে