নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৪,আগস্ট :: নুনিয়া নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক দশম শ্রেণির ছাত্র।আসানসোল উত্তর থানার দক্ষিণ ধাদকার ব্লু ফ্যাক্টরীর এলাকার ঘটনা।খবর পেয়ে ঘটনাস্থলেই উদ্ধারকারী দল পৌছায়।
স্পিড বোট নামিয়ে ওই ছাত্রের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে সোমবার আসানসোলের রেলপারের বাসিন্দা দশম শ্রেণির ছাত্র রেহান আনসারি তার বন্ধুদের সঙ্গে নুনিয়া নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। ওই ছাত্রের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল।