নেইল পেইন্টিং! একাধিক রেকর্ড বুকে নাম অজয় কুমার সরকারের

সজল দাশগুপ্ত   :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৪,জুন:: নেইল পেইন্টিং করে লিমকা বুক রেকর্ড সহ একাধিক রেকর্ড রয়েছে অজয় কুমার সরকারের ঝুলিতে। নেইল পেইন্টিং এর মাধ্যমে তিনি দুর্দান্ত ছবি আঁকতে পারেন। সত্যি এরকম বিরল প্রতিভা পাওয়া দুষ্কর।

এদিন বিকালে তিনি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার একটি আর্ট স্কুলে আসেন ওয়ার্কশপ উপলক্ষে। আজ বিকালে তিনি দেশবন্ধু পাড়ার মানুষ ড্রইং ওয়ার্ল্ড নামক একটি আর্ট স্কুলে আসেন ওয়ার্কশপ উপলক্ষে। তিনি জানান ছোট থেকেই তিনি আঁকতে ভালোবাসতেন। আঁকার প্রতি তার এতটাই ভালোবাসা যে মাধ্যমিকের পর তিনি পড়াশোনা ছেড়ে দেন।

মননিবেশ করেন অংকনের মধ্যে। এইজন্য তাকে অনেক কথা অবশ্য শুনতে হয়েছে, প্রচুর স্ট্রাগল করেছেন জীবনে। ওষুধের দোকানে চাকরি করেছেন। তবে শতক বাধা-বিপত্তি সত্বেও আঁকার প্রতি তার ভালোবাসা একবিন্দুও কমেনি।

২০০৩ সাল থেকে তিনি নেইল পেন্টিং শুরু করেন, লিমকা বুক অফ রেকর্ড সহ একাধিক রেকর্ড বুকে নাম রয়েছে তার। কোনরকম প্রতিবন্ধকতা কিংবা প্রতিকূলতা তাকে আটকাতে পারেনি। নিজের উদ্দেশ্য ও লক্ষ্য স্থির রেখে সংগ্রাম করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 15 =