নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৯,জুন :: পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ গোয়ালপাড়া অঙ্গনওয়ারী কেন্দ্রের বেহাল অবস্থা । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর থেকে শুরু করে আসা যাওয়ার রাস্তাটির বেহাল অবস্থা।
একাধিকবার এই নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পঞ্চায়েতে লিখিতভাবে জানানোর পরেও কোনরকম সুরাহা হয়নি বলে জানাচ্ছেন অঙ্গনওয়ারি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি পলি চৌধুরী। এই অঙ্গনওয়ারি কেন্দ্রের টিনের ঘরটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে।
সারা বছর যেমন তেমন কিন্তু বর্ষার সময় ঘরে জল পড়ে। যার ফলে যেমন রান্না করতে অসুবিধা হয় ঠিক তেমনি বাচ্চাদের বসিয়ে পঠন পাঠনের বিস্তর সমস্যা হয়।
ছুটি দিয়ে দিতে বাধ্য হন দিদিমণি। এই কেন্দ্রে আসা-যাওয়ার রাস্তাটির অবস্থাও বেহাল। কাদার মধ্যে এই রাস্তা দিয়ে আসতে বাচ্চাদের যেমন সমস্যার মধ্যে পড়তে হয় ঠিক সেই রকমই এই কেন্দ্রে আসা গর্ভবতী মায়েদেরও প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়।
যেকোনো সময়েই পড়ে গিয়ে বড় ধরনের বিপদ ঘটতে পারে। এই কেন্দ্রে নেই কোন শৌচালয় ও। শৌচালয়ের অভাবে বাচ্চা থেকে শুরু করে এই কেন্দ্রের দিদিমণি এবং সহায়িকারাও প্রতিদিন অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
পরিকাঠামো গত এত সমস্যা থাকার কারণে পঠন-পাঠন থেকে শুরু করে এই কেন্দ্রের সমগ্র পরিষেবা সঠিক ভাবে দিতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে জানান এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি পলি চৌধুরী।