নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৩,জানুয়ারি :: আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্ম দিবস। বিভিন্ন জায়গায় নেতাজির জন্মদিবস উদযাপন করা হয়েছে। দেশকে স্বাধীন করতে শেষনিশ্বাস পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজির বিশাল বড় অবদান রয়েছে। দেশকে ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত করতে ব্রত নিয়েছিলেন। তাঁর তীক্ষ্ণ বুদ্ধি অসীম সাহস বারংবার ইংরেজ শাসনের ভীত নাড়িয়ে দিয়েছিল।
শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্ম দিবস উদযাপন করা হয়।
এদিন সকালে শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত সহ ওয়ার্ডের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।

