সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শুক্রবার ২৩,জানুয়ারি :: দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজী সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল ১৩০ তম জন্মজয়ন্তী। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় স্বাধীনতা আন্দোলনের অবিস্মরণীয় নেতাকে।
সকাল থেকেই পৈতৃক ভিটে চত্বরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষ, ছাত্রছাত্রী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা।
তাঁদের বক্তব্যে উঠে আসে নেতাজীর আদর্শ, আপসহীন দেশপ্রেম এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর অগ্নিযুগের নেতৃত্বের কথা। অনুষ্ঠানে বিশেষভাবে অংশ নেয় বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা।
দেশাত্মবোধক গান, নৃত্যনাট্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় নেতাজীর জীবন সংগ্রাম, আজাদ হিন্দ ফৌজ গঠন এবং বিদেশে বসে স্বাধীনতার লড়াই চালিয়ে যাওয়ার ইতিহাস। ছাত্রছাত্রীদের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

