নেতাজীর স্মৃতি বিজড়িত দূর্গা ময়দানে বসানো হলো নেতাজীর আবক্ষ মূর্তি |

দেবেন তেওয়ারি :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ১৯৪০ সালের ১২ই মে ঝাড়গ্রামের দূর্গাময়দানে এক জনসভায় যোগদিতে আসেন সুভাষচন্দ্র বোস। তখনও তিনি নেতাজী হন নি। অবিভক্ত মেদিনীপুর জেলায় এটাই নেতাজী র শেষ সভা। ধুতি পাঞ্জাবি এবং গান্ধী টুপি পরে নেতাজি উপস্থিত হয়েছিলেন এই জনসভায়।ঐতিহাসিক এই দিনটিকে আজও গুরুত্ত্বের সাথে পালন করেন দূর্গাময়দান ক্লাবের সদস্য ও তাদের পরিবারের লোকজনরা। তাদের আক্ষেপ ছিলো এত স্মৃতি বিজড়িত একটা স্থানের সেভাবে গুরুত্ব দিয়ে সংরক্ষণ হচ্ছেনা। তবে সে আক্ষেপ আজ অনেকটাই পূরন হলো। আজ তার আবক্ষ্য মূর্তী বসানো হলো তার মিটিং স্থলে।যেহেতু সুভাষ বসু তখনো নেতাজী হননি তাই পাঞ্জাবি পরিহিত আবক্ষ মূর্তী বসানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মৎস মন্ত্রী অখিল গিরি। বর্নাঢ্য শোভাযাত্রা এবং ব্যান্ডপার্টি সহযোগে ক্লাবের সদস্যরা মিছিল করে শহর পরিক্রমা করেন।আর তার পর যেহেতু নেতাজীর মূল স্লোগান ছিলো আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। তাই রক্তদানের মধ্য দিয়েই তাঁকে শ্রদ্ধা জানানো হয়। ১৯৪০ সালে নাড়াজোলের রাজা কুমার দেবেন্দ্র লাল খানের আয়জনে এই সভায় সুভাস বোস ঘোষনা করেছিলেন ‘আপোস নয় সংগ্রাম আর ত্যাগের পথেই স্বরাজ আসবে।

এই মাঠ এবং নেতাজীর স্মৃতি বিজড়িত এই জায়গাকে প্রতিষ্ঠিত করতে একক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ক্লাবের সদস্যরা। আজ যার অনেকটা পূরনে খুশি সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =