সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৭,ডিসেম্বর :: সুদূর নেদারল্যান্ড থেকে দার্জিলিংয়ে আসবে দুটি রেড পান্ডা। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত দার্জিলিং চিড়িয়াখানায় আগমন ঘটবে দুটি রেড পান্ডার। উল্লেখ্য দার্জিলিং এর পদ্মাজা নাইডু জিওলজিক্যাল পার্কে মোট রেড পান্ডার সংখ্যা রয়েছে ২২ টি।
প্রসঙ্গত এই দুটি রেড পান্ডা এলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৪ । ২২ টি রেড পান্ডার মধ্যে আটটি রয়েছে পুরুষ, এছাড়া স্ত্রী রেড পান্ডার সংখ্যা ১৪ টি। সংশ্লিষ্ট চিড়িয়াখানায় রেড পান্ডার কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার সুযোগ্য ব্যবস্থা রয়েছে। দার্জিলিং এর এই চিড়িয়াখানার খ্যাতি রয়েছে। সংশ্লিষ্ট চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির পশু-পাখি রয়েছে। এই চিড়িয়াখানা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটক এই চিড়িয়াখানা দেখবার জন্য এসে থাকেন।