নেপালের ঘটনায় সুন্দরবনে রাতের অন্ধকারে নজরদারি বাড়ালো সীমান্ত রক্ষী বাহিনী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট  :: রবিবার ১৫,সেপ্টেম্বর :: স্নিপার ডগ নিয়ে একাধিক জায়গায় তল্লাশি নজরদারি শুরু উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বলতলা ৭৭ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা।রাতের অন্ধকারে স্নিপারডগ নিয়ে তল্লাশি শুরু করল এক দিকে পথ চলতি মানুষ অন্যদিকে ছোট মাঝারি গাড়ি গুলোকে চিরুনি তল্লাশি করছে ইতিমধ্যে নেপালের ২৩টা জেল ভেঙে ১৬, হাজার কুখ্যাত দুষ্কৃতী যারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত তারা পালিয়েছে।

ইতিমধ্যে ৬১ জনকে বাংলা আসাম উড়িষ্যা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এর মধ্যে বেশ কিছু দুষ্কৃতী ঢুকে পড়েছে ভারতে । স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা আসার পরে নড়েচড়ে বসেছে সীমন্ত রক্ষী বাহিনী, দিনের বেলার পাশাপাশি রাতের অন্ধকারেও বাড়তি নজরদারি শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনী।

ইতিমধ্যে অচেনা কোন ব্যাক্তি পুরুষ হোক মহিলা তাদেরকে দেখে তাদের নাম পরিচয় উপযুক্ত নথিপত্র দেখা হচ্ছে পাশাপাশি ভাষাগত কোন সমস্যা আছে কিনা এটাও খতিয়ে দেখছে পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রুখতে বাংলাদেশীদের ওপরেও নজরদারি চালাচ্ছে বিএসএফ ও পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + ten =