নেপালের ঝাপায় অনুষ্ঠিত হলো পঞ্চম আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা ২০২৩।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নেপাল :: ৪,মে :: নেপালের ঝাপায় অনুষ্ঠিত হলো পঞ্চম আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা ২০২৩। ভারতবর্ষের হয়ে পঞ্চম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করল উত্তরবঙ্গের খেলোয়াড়েরা । এই প্রতিযোগিতায় ভারত ১৪৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় , নেপাল ১১৯ পয়েন্ট পেয়ে রানার্স হয় এবং বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।

ভারত থেকে প্রতিনিধিত্ব করে প্রথম স্থান সহ গোল্ড মেডেল অর্জন করে অয়ন ঘোষ মাহি দত্ত অঞ্জলি সিংহ অঙ্কিতা চৌধুরী এবং মধুমিতা তালুকদার।সিলভার মেডেল অর্জন করে অভিরাজ চৌধুরী, জ্ঞানবীরজয় সেন ,শেষজতী চক্রবর্তী, শর্মিষ্ঠা অধিকারী ,মাধবী সাহা ।

ব্রোঞ্জ মেডেল অর্জন করে সোহম ব্যানার্জি, আদিত্য ব্যানার্জি, কুনাল ব্যানার্জি,শুভজিৎ রয়, মধুমিতা তালুকদার, জয়িতা দেব সিংহ। ভারতের কোচ শিব হাজরা জানান আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত খুব ভালো ফল করেছে, আগামী দিনে আরো ভালো ফল হবে বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 14 =