আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কাঠমান্ডু :: শুক্রবার ১২,সেপ্টেম্বর :: নেপালের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হতে চলেছে। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে আজই শপথ নিতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।
রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও সহিংসতার আবহে এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। প্রেসিডেন্ট অফিসের তরফে নিশ্চিত করা হয়েছে যে, আজই রাষ্ট্রপতির উপস্থিতিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন কার্কি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর এই দায়িত্ব তাঁর হাতে অর্পণ করা হয়েছে।
৭২ বছর বয়সী কার্কি এর আগে নেপালের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দুর্নীতি বিরোধী লড়াইয়ে তাঁর দৃঢ় অবস্থানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সময়ে তাঁকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা নিঃসন্দেহে বড় বার্তা বহন করছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শপথ নেওয়ার পর তাঁর প্রধান চ্যালেঞ্জ হবে— চলমান অশান্তি নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিশ্চিত করা।
নেপালের সাধারণ মানুষও এই অভূতপূর্ব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন প্রদেশে মহিলারা বিশেষভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, নেপালের রাজনৈতিক ইতিহাসে এটি একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে।