নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঠমান্ডু :: মঙ্গলবার ৯,সেপ্টেম্বর :: নেপালে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র রূপ নিল। আজ সকাল থেকে রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন ক্ষুব্ধ জনতা নেপালের উপপ্রধানমন্ত্রীকে রাস্তায় ফেলে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপরই বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আন্দোলনকারীদের রোষ থামানো যায়নি।
সরকারি সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দুর্নীতি বিরোধী কঠোর পদক্ষেপের দাবিতে আন্দোলনে নেমেছে। এ ঘটনায় দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।