নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: ৯ই,মার্চ :: নেশার টাকা চেয়ে না পাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন চাকদা স্টেট জেনারেল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। জানা যায় আহত ব্যক্তির নাম কার্তিক কর্মকার।
ঘটনাটি ঘটে গতকাল রাতে চাকদা পৌরসভা এলাকার ২৩ ঘর কলোনি এলাকার। অভিযোগ, কার্তিক কর্মকার নামে প্রতিবন্ধী এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় প্রতিবেশী যুবক সজীব সরকার। কার্তিক কর্মকারের চাকদা গৌড়পাড়ার টুনিপুকুরপাড় এলাকায় একটি সাইকেল রিপেয়ারিং-এর দোকান রয়েছে।
সজীব পেশায় বেকার। কোন কাজকর্ম করে না। প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকে। গতকাল বিকাল থেকেই সজীব অস্ত্র হাতে করে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। গতকাল সন্ধ্যায় কার্তিক কর্মকারের ঘরে ঢুকে টাকা চায় সজীব। টাকা দিতে অস্বীকার করলে তখনই ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয়। চিৎকার করতেই এলাকার লোকেরা জড়ো হয়ে যায়। আর সেই ফাঁকেই পালিয়ে যায় সজীব।
স্থানীয় বাসিন্দারা আহত কার্তিক কর্মকারকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন কার্তিক কর্মকার। ঘটনার পর চাকদহ থানার পুলিশ সজীবের খোঁজে তল্লাশি চালাচ্ছে।