নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ৩০,নভেম্বর :: বারুইপুর: নেশা মুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। যুবকের পরিবারের সদস্যরা নেশা মুক্তি কেন্দ্রে গতকাল রাতে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ।
শনিবার সকাল থেকেও উত্তপ্ত পরিস্থিতি এলাকায়। সকালেও গন্ডগোলের আশঙ্কায় মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম সৌরভ মন্ডল। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা দক্ষিণ গড়িয়া এলাকায়। সৌরভ দেড় বছরেরও বেশি সময় ধরে এই নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি ছিল।
শুক্রবার দুপুরে হঠাৎই শরীর খারাপ হয় সৌরভের। এরপর নেশা মুক্তি কেন্দ্রের কর্মীরা অসুস্থ ওই সৌরভকে বারুইপুর হাসপাতালে ভর্তি করালে সেখানেই মৃত্যু হয় সৌরভের। এরপর সৌরভের বাড়ির লোক নেশা মুক্তি কেন্দ্রে এসে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ।