কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২২ শে মার্চ বিশ্বজুড়ে পালন করা হয় বিশ্ব জল দিবস।জলের গুরুত্ব এবং বর্তমানে জল সংকটের সম্মুখীন হয়েছে বিশ্ব,সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতেই জল দিবস পালন করা হয়।পরিসংখ্যান বলছে বিশ্বের প্রতিটি মানুষ প্রতিদিন প্রায় ২ থেকে ৪ লিটার জল পান করে।তাই জলের অপচয় রুখতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন কেন্দ্রীয় সরকার।মঙ্গলবার, মালদা জেলার নেহেরু যুব কেন্দ্র ও নমামি গঙ্গা উদ্যোগে বামন গোলা ব্লকের ডাকাত পুকুর স্টুডেন্ট স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় বিশ্ব জল দিবস উদযাপন করা হল। ১৯৯৩সালের ২২ শে মার্চ থেকে বিশ্ব জল দিবস পালিত করা হচ্ছে। জল বাঁচান জীবন বাঁচান এই কর্মসূচির মধ্য দিয়ে ডাকাত পুকুর গ্রামে সমস্ত যুব সমাজকে নিয়ে একটি র্যালি এর মাধ্যমে জল সংরক্ষণের বার্তা পৌছে দেওয়া হয়।
যে সমস্ত কল গুলিতে ট্যাপ ছিল না।সেগুলোতে ট্যাপ লাগানোর ব্যবস্থা করা হয়েছে এবং জল অপচয় বন্ধ করার বার্তা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া হল। পাশাপাশি আজকের এই কর্মসূচিতে গাছ লাগান প্রাণ বাঁচান ও বাড়ীর আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।এ বিষয়ে জনসাধারণকে সচেতন করার বার্তা দেওয়া হয়।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাননীয় ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সুব্রত দাস । পঞ্চায়েত সমিতির সদস্য সুনীল বর্মন, বিশিষ্ট সমাজকর্মী শ্রীমতি শিবানী মাহাতো সহ অনান্যরা।